বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

গজারিয়ায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 

পারভেজ (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

গজারিয়ায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 

নিরাপদ মহাসড়ক বাস্তবায়নের লক্ষ্যে এবং মহাসড়কে চুরি-ডাকাতি বন্ধ ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে ভবেরচর হাইওয়ে পুলিশের উদ্যোগে সাংবাদিক, পরিবহন শ্রমিক ও মালিক এবং সুধী জনের উপস্থিতিতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

 গত শনিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে থানার হলরুমে এ-ই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। ভবেরচর হাইওয়ে থানার ওসি হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং উপপরিদর্শক রিয়াজুল ইসলামের সঞ্চালনায়, গজারিয়া উপজেলা জতীয় শ্রমিক লীগের সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো. আনোয়ার হোসেন। ভবেরচর বাসস্ট্যান্ড কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সেলিম সরকারসহ পরিবহন  মালিক ও শ্রমিক নেতারা।

এ সময় বক্তারা বলেন, মহাসড়ক ও হাইওয়েতে সড়ক দুর্ঘটনা হ্রাস করার লক্ষ্যে মহাসড়কে থ্রি হুইলার বন্ধ করা একান্ত প্রয়োজন। ইতোমধ্যে মহাসড়কে দুর্ঘটনা হ্রাস ও থ্রি হুইলার বন্ধ করতে হাইওয়ে থানা পুলিশের সদস্যরা কঠোরভাবে অভিযান পরিচালনা করেছেন। তারা বলেন, মহাসড়কে বেশীর ভাগ দুর্ঘটনার কারণ হচ্ছে থ্রি হুইলার। এছাড়াও ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধেও মামলা প্রদানসহ কঠোর ভূমিকা পালন করতে হবে।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশের ওসি হুমায়ুন কবির বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেড়েছে চলাচলকারী গাড়ির সংখ্যা। সবচেয়ে বেশি ব্যস্ত সড়কে পরিণত হওয়ায় ভবেরচর হাইওয়ের অধীনের সড়কগুলো। তাই হাইওয়ে এক্সপ্রেসে থ্রি হুইলার বন্ধ ও সড়কে চুরি ডাকাতি ও দুর্ঘটনা যেন আর না হয় -এ ব্যাপারে হাইওয়ে পুলিশের পাশাপাশি সকল নাগরিকদের এগিয়ে আসতে হবে।

টিএইচ